আমুদরিয়া নিউজ : বাড়িতে ঢুকে পড়া অচেনা ব্যক্তিকে বাধা দিতে গিয়ে ধারাল অস্ত্রের কোপে জখম হয়েছেন জনপ্রিয় চিত্রতারকা সইফ আলি খান। বুধবার রাত ২টো নাগাদ মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তাঁর নিজের অ্যাপার্টমেন্টেই ঘটনাটি ঘটেছে। সঙ্গে সঙ্গেই তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। অস্ত্রোপচারও হয়েছে। তাঁর শরীরে প্রায় ৩ ইঞ্চি ক্ষত হয়েছে বলে হাসপাতাল সূত্রে সংবাদ মাধ্যম জেনেছে। আততায়ী এখনও ফেরার। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তদন্তে নেমেছে।
প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, ওই ব্যক্তি চুরি করতে ঢুকেছিল। সে সময় সইফের পরিচারিকা দেখে ফেলে চিৎকার করেন। সেটা শুনে সইফ ছুটে যান। তখনই সইফের শরীরে ধারাল অস্ত্রের কোপ দিয়ে আততায়ী পালায়। ওই অ্যাপার্টমেন্টে কড়া নিরাপত্তা রয়েছে। তা এড়িয়ে আততায়ী ঢুকল কীভাবে সেটাই পুলিশ খতিয়ে দেখছে। ৩ জন নিরাপত্তারক্ষীকে পুলিশ জেরা করছে।