আমুদরিয়া নিউজঃ কোচবিহারে এলেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সাংসদ সায়নী ঘোষ। শুক্রবার রাতে কোচবিহারের মাথাভাঙ্গা ২ নং ব্লকের ঘোকসা ডাঙ্গাতে এসে পৌঁছান তিনি। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার তৃণমূল যুব কংগ্রেসের জেলার সভাপতি কমলেশ অধিকারী সহ অন্যান্য নেতা কর্মীরা। এদিন তৃণমূল যুব কংগ্রেসের নেতা কর্মীরা সায়নী ঘোষকে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানান।
তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী নেত্রীর হাতে উপহার স্বরূপ তুলে দেন কোচবিহারের ঐতিহ্য রাস চক্রের রেপ্লিকা। সেই উপহার পেয়ে আপ্লুত হন সায়নী ঘোষ। এদিন নেত্রীকে দেখতে ঘোকসাডাঙ্গা রাজ্য সড়ক এলাকায় প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় হয়েছিল।