আমুদরিয়া নিউজ : নতুন বছরের শুরুতেই মাধ্যমিক শিক্ষাকেন্দ্র (এম এস কে) ও শিশু শিক্ষা কেন্দ্র( এস এস কে) এর শিক্ষক-শিক্ষিকাদের ভাতা বাড়াল নবান্ন। ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর করা হবে। তাদের বর্তমান বেতনের ৩ শতাংশ বাড়ানো হবে। অর্থাৎ যারা ১৪ ,৬৩২ টাকা বেতন পেতেন তারা এখন ১৫,০৭১ টাকা পাবেন এবং মূল শিক্ষক শিক্ষিকাদের বেতন বেড়ে হল ১৬,২৩১ টাকা। খবরটি শুনেই খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে তাঁদের মধ্যে।
