আমুদরিয়া নিউজ : দুদিন আগেই মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি বাড়ির সামনে খুন হয়েছেন। সন্দেহের তির কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশনইয়ের দলবলের দিকে। সেই দল হুমকি দিয়েছে সলমন খানকে খুন করবেই।
কারণ, সলমন খান বিষশনই সম্প্রদায়ে যে হরিণকে পবিত্র মনে করে পুজো দেয়, সেই কৃষ্ণসার হরিণ মেরেছেন বলে তাঁরা অভিযোগ করেছেন। তাই সলমন আপাতত ঘরবন্দি। বেড়েছে পুলিশি নিরাপত্তাও।