আমুদরিয়া নিউজ : এবার রাসমেলায় পাওয়া যাবে না বাংলাদেশের নোনা ইলিশ, ঢাকাই জামদানি শাড়ি। পুরসভা সূত্রে খবর, এবার কোচবিহার রাসমেলায় থাকছে না বাংলাদেশের কোন স্টল। প্রতিবছর মেলা শুরুর অনেক আগেই বাংলাদেশের ব্যবসায়ীরা পুরসভার থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যান। মেলা শুরু হতে চারদিন বাকি। কিন্তু এখনও পর্যন্ত তাদের তরফে কোন আবেদন জানানো হয়নি বলে খবর। আর এই নিয়ে পুরসভার তরফেও বিশেষ আগ্রহ দেখায়নি। প্রতি বছর রাসমেলায় বাংলাদেশের প্রায় ৪০ টির মতো স্টল থাকে।
এই স্টল গুলিতে নোনা ইলিশ, ঢাকাই জামদানি, খেজুরের গুড়, ম্যালামাইনের বাসন সহ হরেক জিনিস বিক্রি হয়। বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে গত বছর রাসমেলায় ওপার বাংলা থেকে আগত স্টল ঘিরে বিক্ষোভ দেখান কোচবিহারের বাসিন্দাদের একাংশ।
সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত। এই আবহে এবছর মেলায় বাংলাদেশের স্টলের দেখা নেই। তবে তার জায়গায় কলকাতার নামিদামী কিছু বস্ত্র প্রতিষ্ঠানের স্টল আসছে বলে জানা গিয়েছে। ইন্ডিয়ান সিল্ক সহ নানা নজরকাড়া শাড়ি পাওয়া যাবে সেখানে।
বাংলাদেশের স্টল না আসা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অনেকে বলেন, বিভিন্ন সময় বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। তাহলে আমরা কেন মেলাতে বাংলাদেশের পণ্য কিনব। এতে মেলায় কোনো প্রভাব পড়বে না বলে তারা মনে করছেন।