আমুদরিয়া নিউজ : মেয়েটাকে রঙ দিতে এসছিল পাড়ার এক ছেলে। সামনে এসেই হ্যাপি হোলি বলে রঙ দিয়ে দেয় তাঁর বন্ধবীকে। বান্ধবী রাগও দেখালো না, হাসলোও না। ছেলেটিকে সে টেনে নিয়ে গেল কুয়োর পাড়ে। কুয়ো থেকে জল তুলে প্রথমে স্নান করালো তাঁর বন্ধুটিকে। পরিষ্কার জামা কাপড় পড়িয়ে চুল আঁচড়ে দিল। তারপর ঘর থেকে রঙ নিয়ে এসে তাঁর বন্ধুর মুখে মাখিয়ে দিয়ে বলল, সেম টু ইউ। ভাইরাল হওয়া এই ভিডিওতে নেটিজেনদের কমেন্ট, স্নান করে আসার পর রঙ দিলে এমনই অনুভূতি হয়।
