আমুদরিয়া নিউজ : পুজো মিটলেও উৎসবের আনন্দ চলবে। মাটিগাড়ায় আঠারোখাই ময়দানে আয়োজিত হচ্ছে সম্প্রীতি মেলা।
সেখানকার সর্বজনীন খেলার মাঠের মেলায় দুই শতাধিক স্টল হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সামিল হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
গ্রাম পঞ্চায়েতের প্রধান যূথিকা রায় জানান, মেলায় প্রচুর জনসমাগত আশা করছেন তাঁরা। রোজই সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে।