আমুদরিয়া নিউজ : নতুন ইংরেজি বছরে কোরিয়ার কোম্পানি স্যামসাং পাতলা ফিনফিনে মোবাইল আনছে। যেটির নাম স্যামসাং গ্যালাক্সি S 25 স্লিম। গ্যালাক্সি S25 স্লিমই তাদের এই কোম্পানির সবচেয়ে স্লিক বা পাতলা মডেল। তিন ক্যামেরা বিশিষ্ট এই মডেলের মেন ক্যামেরা ২০০ মেগাপিক্সেলের হবে। সঙ্গে ৫০ এমপি আলট্রা ওয়াইড ক্যামেরা।
উপরন্তু, S25 সিরিজের শুধুমাত্র এই মডেলেই থাকবে A L o P প্রযুক্তির দারুণ ও অত্যাধুনিক টেলিফটো ক্যামেরা। কি কিনবেন নাকি নতুন বছরে!