আমুদরিয়া নিউজ : সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি। শুক্রবার জামিন পেয়েছেন আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনে তথ্য-প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের মামলার দুজন অভিযুক্ত। যদিও সন্দীপ এখনও মুক্তি পাবেন না। কারণ, আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। অভিজিৎ মণ্ডল অবশ্য সন্ধ্যায় আদালত থেকে সোজা বাড়ি চলে গিয়েছেন।
ঘটনাচক্রে, দিনদুয়েক আগে আর জি কর মামলা থেকে সরে দাঁড়ান অভয়ার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার। তার পরে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন মেলায় সোশাল মিডিয়ায় নানা আলোচনা, চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ, অনেকেই আর জি কর নিয়ে পথে নেমেছিলেন। সিবিআই সূত্রে অবশ্য সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, জামিন পাওয়ার মানে এই নয় তদন্ত শেষ হয়েছে। শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে বলে সিবিআিয়ের একটি সূত্রে জানিয়েছে বলে দাবি সংবাদ মাধ্যমের।