আমুদরিয়া নিউজঃ বিধায়িকা হিসেবে শপথ নিলেন কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। সোমবার বিধানসভায় তিনি সহ রাজ্যের ছয় কেন্দ্রে উপ নির্বাচনে জয়ীরা শপথ নেন। বিধায়িকা হিসেবে তিনি শপথ নিতেই খুশির হাওয়া সিতাইয়ের তৃণমূল কংগ্রেসের কর্মী- সমর্থকদের মধ্যে।
তাদের কথায়, রাজ্য সরকারের নানা রকম উন্নয়ন মূলক কাজ হচ্ছে। বিভিন্ন ধরণের সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে। সঙ্গীতা রায় বিধায়ক হওয়ায় সিতাই বিধানসভা এলাকায় আরও অনেক উন্নয়ন হবে। এদিন বিধানসভায় তাঁর শপথ বাক্য পাঠ শেষ হতেই তৃণমূল কংগ্রেসের বিধায়করা জয় বাংলা, জয় বাংলা স্লোগান দিতে থাকে।