আমুদরিয়া নিউজ : আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় দোষী সিভিক ভলান্টিযার সঞ্জয় রায়ই, আদালতে এই দাবি করেছে সিবিআই। ওই মামলার চার্জশিট আগেই পেশ হয়েছে। বৃহস্পতিবার সিবিআই শিয়ালদহ আদালতে চূড়ান্ত আবেদন জমা করেছে। সেখানে ওই মামলায় ধর্ষণ-খুনের জন্য সঞ্জয়কে দায়ী করে তাকে সর্বোচ্চ সাজা দিতে আবেদন করা হয়েছে। খুন ও ধর্ষমের মামলার সর্বোচ্চ সাজা সাধারণত ফাঁসিই হয়। ফলে, সঞ্জয়ের সাজা হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।
সিবিআই আদালতে জানিয়ে দিয়েছে, তরুণীর দেহরসের নমুনা, সঞ্জয়ের লালারস, ডিএনএ টেস্টের ফলাফল, সিসিটিভির একাধিক ফুটেজ এবং সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে সঞ্জয়ই দোষী বলে সিবিআই দাবি করেছে।
২০২৪ সালের ৯ অগস্টে আরজি কর হাসপাতালে সিনিয়র চিকিৎসককে সঞ্জয়ই ধর্ষণ ও খুন করেছিল বলে সিবিআই জানিয়েছে। এবার সঞ্জয়ের আইনজীবীর চূড়ান্ত আবেদন জমা করার কথা। তার পরেই রায় ঘোষণা হবে।