আমুদরিয়া নিউজ : বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দিল সে দেশের আদালত। সরকার পক্ষ জানিয়েছে, এই মামলায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। তাই জামিন দিলে নানা সমস্যা হতে পারে। উভয়পক্ষের বক্তব্য শুনে বৃহস্পতিবার চট্টগ্রাম আজালত জামিনের আবেদন নামঞ্জুর করে।
চিন্ময়কৃষ্ণের আইনজীবী জানান, তাঁরা উচ্চ আদালতে যাবেন।