আমুদরিয়া নিউজ : ইয়েমেন, ইথিওপিয়া সহ অন্তত ৬টি দেশ থেকে বেআইনিভাবে সৌদি আরবে ঢুকে বসবাস করছিলেন প্রায় ১০ হাজারের বেশি লোক। সৌদি আরবের পুলিশ অবিযান চালিয়ে তাঁদের চিহ্নিত করে নিজের নিজের দেশে পাঠিয়ে দিয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,সাত দিনের অভিযানে ১৯ হাজার ৪১৮ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যেই ১০ হাজার ৩০০ জনকে ফেরৎ পাঠানো হয়েছে। কাজের খোঁজে চোরাপথে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে ঢুকে পড়াটা নতুন কিছু নয়।
