আমুদরিয়া নিউজ : স্কুল পড়ুয়া ছাত্রীদের ইউনিফর্ম ঝুলছে জাতীয় সড়কের ধারের গাছে। একটা নয়, ৮টি ইউনিফর্ম ঝোলানো রয়েছে। যে দৃশ্য চোখে পড়তেই কেমন শিরশিরে অনুভূতি হল পথচারীদের। খবর যায় মাটিগাড়া গ্রাম পঞ্চায়েতে। খবর পেয়ে পুলিশও যায়। হকচকিয়ে যান এলাকার প্রায় সকলেই। ভিড় উপচে পড়ে। এলাকার কোনও স্কুল পড়ুয়া নিখোঁজ হয়েছে কি না তা নিয়ে হইচই পড়ে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা এই কাণ্ড করেছে তা পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে।
