আমুদরিয়া নিউজ : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ডিজে মাইক বাজানোর প্রতিবাদ করায় এক মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ তৃনমূলের পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। ওই ছাত্রী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রীর নাম তসলিমা খাতুন। জানা গেছে দিনহাটা ১ নম্বর ব্লকের ওকড়াবাড়ি আলাবক্স উচ্চ বিদ্যালয়ের ঘটনা। মাধ্যমিক পরীক্ষার্থী তসলিমা খাতুন হাসপাতালের বেডে শুয়ে সাংবাদিকদের জানান, তার পরীক্ষা চলছে। তার পরীক্ষা খারাপ করার জন্য প্রতিদিন রাতে পাশের বাড়ির লোকজনরা রাত্তির ১২টা পর্যন্ত ডিজে বাজায়। সেই ডিজে থামানোর জন্য সে পাশের বাড়িতে বলতে গেলে তাকে মাটিতে ফেলে পেটে বুকে আঘাত করা হয়। তসলিমা একইসাথে আরও জানায় যে, পাশের বাড়ির ছেলেরা খুব ড্রিঙ্ক করে। সেখানকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত পিঙ্কু খন্দকারও সেখানে ছিলেন বলে জানা গেছে পরীক্ষার্থীর বয়ান থেকে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।
মাধ্যমিকের ছাত্রী তসলিমা খাতুন বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।