আমুদরিয়া নিউজ : গুজরাটের একটি সাবান প্রস্তুতকারক কারখানায় গুজরাট পুলিশ এবং নারকোটিক্স কন্ট্রোল বুরোর আধিকারিকরা হানা দিয়ে কয়েকহাজার টাকার মাদক বাজেয়াপ্ত করলো। ঘটনাটি শনিবারের।
কারখানাটি নাকি বন্ধই থাকত , গেটগুলি তালা অথচ দুর্গন্ধ বের হয় প্রতিদিন এমনটাই বক্তব্য ছিল আশেপাশের কলকারখানার মানুষদের। কখনও কোনো ট্রাককে নাকি মালপত্র তুলতে বা রাখতে দেখা যায়নি অথচ প্রতিমাসে ৫০,০০০ টাকা ভাড়ার বিনিময়ে তারা কারখানাটি ভাড়া নিয়েছিলেন।ঘটনায় মুখ্য অভিযুক্তর নাম অমিত চতুর্বেদী।