আমুদরিয়া নিউজ : সরকারি নিকাশি ব্যবস্থা বন্ধ করে অবৈধভাবে একটি ড্রেন তৈরি করা হয়েছে। যার ফলে, সেখানে ১৪৪ ধারা জারি করে কাজ বন্ধ করে দিল হাইকোর্ট। ঘটনাটি ইসকন মন্দির রোডের পাইপলাইন এলাকার। একটি নির্মাণাধীন বহুতলের সামনে একটি সরকারি উঁচু ড্রেন রয়েছে। কিন্তু, অভিযোগ, নির্মাণকারী সংস্থা উঁচু ড্রেনের জন্য নির্ধারিত জায়গাটি আটকে দিয়ে একটি ছোট ড্রেন তৈরি শুরু করেছে। আদালত এলাকায় ১৪৪ ধারা জারি করে কাজ বন্ধ করার নির্দেশ দেয়। শুক্রবার, পুলিশ নির্মাণ সংস্থাকে আদালতের আদেশ হস্তান্তর করে, যেখানে নির্দেশ দেওয়া হয় যে আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আর কোনও কাজ করা যাবে না। বিষয়টি নিয়ে বহুতলের প্রোমোটার বা মালিকের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
