আমুদরিয়া নিউজঃ লীলা স্মৃতি ভবানী মন্দির গান্ধীনগর কোচবিহার। ৭৬ তম বর্ষে এবার তাদের থিম আদিবাসী। পুজো মন্ডপ তৈরি করা হয়েছে প্রাকৃতিক জিনিস যেমন, তালপাতা, হোগলা পাতা, ফুল ঝাড়ুর গাছ, নারকেলের মালাই, বিভিন্ন বনজ ফল, বীজ দিয়ে।
আদিবাসীদের কৃষ্টি-কলা, সাজসজ্জা, শারীরিক বর্ণনা ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর ভাবে। মন্ডপের ভিতরে আদিবাসীদের আদলে থাকা মূর্তি ও তার সাজসজ্জা দর্শকদের নজর কাড়বে।