আমুদরিয়া নিউজঃ কোচবিহার ট্রফির ম্যাচে নজর কাড়া পারফরমেন্স বীরেন্দ্র শেহবাগের পুত্র আর্যবীরের। দ্বিশতক পার করে এখন তিন শতক রান পূর্ণ করার দোর গোড়ায় দাঁড়িয়ে আছে সে। ৩০৯ বল খেলে ২৯৭ রানে অপরাজিত হয়ে ক্রিজে দাঁড়িয়ে আর্যবীর শেহবাগ। এখনও পর্যন্ত তার ইনিংসে ৫১ বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারি রয়েছে। দিল্লির হয়ে মেঘালয়ের বিরুদ্ধে কোচবিহার ট্রফির ম্যাচে শেহবাগ পুত্রের এই দূরন্ত পারফরমেন্স ক্রিকেট প্রেমীদের প্রশংসা অর্জন করছে।
এখন তিন শতক রান করে নজির গড়ার পথে শেহবাগ পুত্র। ঘরোয়া ক্রিকেটে সে এই নজির গড়তে সফল হয় কিনা সেদিকে চোখ সবার। তার এই দূরন্ত পারফরমেন্স দেখে শেহবাগের মতো তার ছেলেও আগামী দিনে ব্যাটিংয়ে আগুন ঝরাবে বলে মনে করছে ক্রিকেট মহল।