আমুদরিয়া নিউজ : রবিবার অস্কার পুরস্কারের অনুষ্ঠানে এমিলিয়া পেরেজ তারকা সেলেনা গোমেজকে দেখা গেল ক্লাসিক লুকের গাউনে। কাঁদের নিচ থেকে নেমে আসা পোশাক অসাধারণ দেখাচ্ছিল তাঁকে। পোশাকটি ১২ জন ইতালীয় শিল্পী মিলে তৈরি করেছেন। যাতে রয়েছে ১৬ হাজারের বেশি কাঁচের টুকরো বসানো। ডিজাইন আলাদা হলেও অতীতে মেরিলিন মনরোকে এমন গাউনে দেখা গিয়েছিল।