আমুদরিয়া নিউজ : ‘জয় শ্রী রাম’ ধ্বনি খুবই ‘পবিত্র’। তাই ভক্ত হিসেবে প্রিয় তারকা এই ধ্বনি শোনার অনুরোধ বিখ্যাত পপস্টার ও হলিউড অভিনেত্রী সেলেনা গোমেজকে। পল্লব পাইলওয়াল নামে এক ফোটোগ্রাফার সামাজিক মাধ্যমে সেই ভিডিও পোস্ট করাতেই ভাইরাল সেই ভিডিও দেখে সমালোচনায় মুখর খোদ ভারতীয় ভক্তরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, অনুরাগী হিসেবে সেলেনার সঙ্গে সেলফি তোলার পরে তাঁর মুখ থেকেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি শুনবেন। অপ্রত্যাশিত এই অনুরোধে বিশ্বের মঞ্চ কাঁপানো পপ তারকা যে বেশ অস্বস্তিতে পড়েন, তা তাঁর চোখে-মুখেই ফুটে ওঠে। কিছুটা ভাবলেশহীন হয়ে প্রত্যুত্তরে হেসে ধন্যবাদ জানালেও অনুরাগীর কথা মেনে নেননি তিনি।
প্রসঙ্গত, ভিডিওতে সেলেনা গোমেজের পোশাক দেখে অনুমান করা যাচ্ছে এটি চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবের ঘটনা। ‘এমিলা পেরেজ’ সিনেমার জন্য সেলেনা সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন সেদিন। রেড কার্পেটে এমন তাজ্জব কাণ্ড দেখে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড়! একজন লিখেছেন, আমার সত্যি অস্বস্তি হচ্ছে। আমি নিজেও হিন্দু। কিন্তু এটা মোটেই ঠিক হয়নি। আর একজনের স্পষ্ট বক্তব্য, পৃথিবীতে কত কিছু নিয়ে আলোচনা করার আছে। সেখানে এমন অনুরোধ! সত্যিই লজ্জার। অপর একজনের মন্তব্য, ভারতকে এইভাবে সারা বিশ্বের কাছে প্রদর্শন করার কোনও মানে আছে? এই ধরণের বেআক্কেলে কাণ্ড ঘটানোর আগে এরা কি ভাবেন না?