আমুদরিয়া নিউজ : ট্রেনের জাল দেওয়া জানালার ফাঁক দিয়ে বিক্রি হল চা। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে ট্রেনে বসে আছেন এক ব্যক্তি। আর তাঁর পাশের জানলায় লাগানো জাল। তারপরও কী ভাবে বিক্রি হল চা? কাপটিকে প্রথমে মুড়িয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে জানালা দিয়ে। তারপর কাপটিকে সোজা করে কেটলির মুখ জালের ভেতর গলিয়ে চা ঢেলে দেওয়া হয়েছে কাপে। ছবির ক্যাপশনে গুজরাটিতে লেখা, চা বিক্রির এই কৌশল ভারতে ছাড়া অন্য কোথাও দেখা যায়নি।
