আমুদরিয়া নিউজ : উৎসবের মরশুম। চারিদিকেই খুশির হাওয়া। দীপাবলির জন্য চলছে কেনাকাটা। তবে এই আনন্দ-উৎসবের মাঝেও মুখ ভার বিনিয়োগকারীদের। যেখানে দীপাবলির আগেই শেয়ার বাজারে বিনিয়োগ করে লাখ লাখ টাকা পকেটে আসে, সেখানেই এবার শুধুই লোকসান।
গত এক মাসে নিফটির পতন প্রায় ৬ শতাংশ হয়েছে। সেনসেক্সও ৪৮০০ পয়েন্ট পতন হয়েছে। তবে কি দীপাবলির ম্যাজিক উধাও হয়ে গেল দালাল স্ট্রিট থেকে? ১০ বছরের ট্রাক রেকর্ড কিন্তু বলছে অন্য কথা।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, শুধু কোভিডকালের পরই নয়, বরং বিগত ১০ বছরে সবথেকে খারাপ অক্টোবর মাস এটা বিনিয়োগকারীদের জন্য। ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত মাত্র ৪ বার এমন হয়েছে যে দীপাবলির আগে নিফটি নেগেটিভ রিটার্ন দিয়েছে। ২০১৫ সালে দীপাবলির আগে নিফটি সূচক ৪.৪৫ শতাংশ পতন হয়েছিল। সেখানেই গত বছর নিফটিতে ১.৩৬ শতাংশ পতন হয়েছিল। কিন্তু চলতি বছরের অক্টোবর মাস জুড়ে নিফটি যেভাবে ঋণাত্বক হারে চলছে তাতে উদ্বেগ বাড়ছে।