আমুদরিয়া নিউজ : ইঙ্গিত ছিল, ট্রাম্প জয়ী হলেই ঘুরে দাঁড়াবে শেয়ার বাজার। বাস্তবে হলও তাই। প্রায় এক মাস ধরে ধুঁকছিল সেনসেক্স। অথচ বুধবার আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে ছাপিয়ে ট্রাম্পের জয় নিশ্চিত হতেই ৭০০ পয়েন্ট বেড়ে ৮০ হাজারের গণ্ডি পার করল দালাল সংস্থা। এদিন ২৯৫ পয়েন্ট বেড়েই দিন শুরু করে বাজার। এরপর ট্রাম্পের বিজয়রথ যত এগোতে থাকে ভারতের বাজারেও তার প্রভাব পড়তে শুরু করে।