আমুদরিয়া নিউজঃ ছাত্রীকে কু- প্রস্তাব দেওয়া ও অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগে এক শিক্ষককে জুতো ও ঝাঁটা পেটা করল স্কুলের পড়ুয়ারা। অর্ধনগ্ন করে জুতো, ঝাঁটা দিয়ে তাকে মারতে থাকে উত্তেজিত ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা রাজ্যের খোয়াই উপজেলার কৃষ্ণপুর হাইস্কুলে।
অভিযোগ, ওই স্কুলের পার্ট টাইম কমপিউটার শিক্ষক বিপুল বিশ্বাস দশম শ্রেণীর এক ছাত্রীকে কু প্রস্তাব দেন ও অশ্লীল অঙ্গভঙ্গি করে। এই কথা জানতে পেরে উত্তেজিত পড়ুয়ারা সেই শিক্ষককে অর্ধ নগ্ন করে জুতো ও ঝাঁটা পেটা করে। পরে পুলিশ এসে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় স্কুলের ভিতরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।