সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ৩ জানুয়ারি: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে বুনো দাঁতাল হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয় সাতটি বাড়ি। বৃহস্পতিবার রাতে দাঁতালটি তাসাটি চা বাগানের বড় লাইনে হামলা চালিয়ে সুশীলা ওঁরাও এবং বাবলু ভূমিজ এর ঘর পুরোপুরি ভেঙ্গে দেয়। এরপর দাঁতালটি আরও পাঁচটি বাড়িতে হামলা চালিয়ে ঘড় ভাঙ্গে ও ঘরে থাকা চাল আটা দিয়ে ভূঁড়িভোজ সারে। বাসিন্দারা জানান তারা হাতির হামলার আতঙ্কে রয়েছেন। তাদের দাবি বন দপ্তর হাতির হানা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুক।