আমুদরিয়া নিউজ : স্ক্যাম রুখতে নয়া অস্ত্র আনছে বিএসএনএল। এমন একটি ব্যবস্থা আনা হচ্ছে তাতে নিজে থেকেই ফিশিং আটকানোর কাজ করবে বিএসএনএল। রোখা হবে সন্দেহজনক এসএমএস-ও। বিএসএনএল-এর ব্যবহারকারীদের নিরাপদে রাখার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। আনা হচ্ছে অটোমেটেড সিম কিয়স্ক। সেখান থেকে সিম কেনা, আপগ্রেড করা, পোর্ট করার মতো কাজ ২৪ ঘণ্টার জন্য করা যাবে।
ভারতের প্রথম ডিরেক্ট টু ডিভাইস কানেক্টিভিটি আনছে বিএসএনএল। আপৎকালীন সময়ে এবং প্রান্তিক এলাকায় ইউপিআই পেমেন্টের সুবিধা যাতে পাওয়া যায় তার জন্য বিশেষ ব্যবস্থা করছে বিএসএনএল। ফোর-জি কানেক্টিভিটি নিয়েও বিশেষ ব্যবস্থা করবে বিএসএনএল। বেশ কিছু ফোর-জি টেলিকম স্ট্যাক ফাইভ-জিতে পাল্টে নেওয়া যেতে পারে, সেই ব্যবস্থাও করা হবে।
Leave a Comment