আমুদরিয়া নিউজ : ১৬ বছরের কিশোরীটি মাদকাসক্ত। সে টাকার জন্য যৌন সংসর্ঘ করে বেড়ায় বলে অভিযোগ। এভাবে তার শরীরে বাসা বেঁধেছে এইডস। উত্তরাখণ্ডের রামনগর এলাকার ঘটনা। ওই কিশোরীর সঙ্গে গত দু বছরে প্রায় ২০ জন যুবক টাকার বিনিময়ে একাধিকবার ‘সেক্স’ করে। ধীরে ধীরে ২০ জনই এইডসে আক্রান্ত হন।
সম্প্রতি ওই এলাকায় এইডস আক্রান্তদের উপরে সমীক্ষার সময়ে যুবকদের সকলের মুখে এক কিশোরীর নাম বারবার শোনা যায়। এর পরে সমীক্ষক দল কিশোরীর খোঁজখবর করে। জানায় যায়, কিশোরীটি এইডসে আক্রান্ত। যুবকেরা জানান. তাঁরা টাকার বিনিময়ে ‘সেক্স’ করেছিল ওই কিশোরীর সঙ্গে।
Leave a Comment