আমুদরিয়া নিউজ : ২০০৯ সালে আমস্টারডামের যৌনপল্লি লাগোয়া এলাকায় খুন হয়েছিলেন ১৯ বছর বয়সী তরুণী বেটি স্যাবো। তাঁকে কে বা কারা, কেন খুন করেছিল তা ডাচ পুলিশ খুঁজে বের করতে পারেনি। কেসটি ধামাচাপাই পড়ে গিয়েছিল। সম্প্রতি ওই তরুণীর খুনিকে খুঁজে বের করতে ফের আসরে নেমেছে ডাচ পুলিশ।
ডাচ পুলিশের তরফে তরুণীর ছবি দিয়ে হলোগ্রাম বানানো হয়েছে। তা বিভিন্ন বাণিজ্যিক গাড়িতে সেঁটে দেওয়া হয়েছে। সেখানে ডাচ পুলিশের বার্তা, এই তরুণীর খুনের ব্যাপারে কেউ কোনও ক্লু দিলে যদি খুনি ধরা যায় তা হলে ৩তাঁকে ২৫ লক্ষ টাকা দেওয়া হবে।
হাঙ্গেরিতে জন্ম বেটি স্যাবোর। গরিব পরিবারের বেটি কাজের সূত্রে আমস্টারডামে গিয়ে যৌনপল্লির জালালদের খপ্পরে পড়েন। যৌনকর্মী হিসেবে কাজ শুরুর পরেই গর্ভবতী হয়ে পড়েন। তাঁর একটি পুত্র সন্তান হয়। এর কিছুদিন পরেই তাঁর রক্তাক্ত দেহ মেলে। দেহে অন্তত ৭০ বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। পুলিশ তদন্তে নেমে কোনও সূত্রই উদ্ধার করতে পারেনি। ডাচ পুলিশের এক মুখপাত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, আগে খুনির সন্ধান মেলেনি বলে আগামী দিনে পাওয়া যাবে না তা হতে পারে। সে জন্যই ফের জোরকদমে তদন্ত শুরু হয়েছে।