আমুদরিয়া নিউজ : কবরস্থানে যৌনতায় মত্ত যুগল। একেবারে কবরের উপর চেপে। কী কাণ্ড। আশ্চর্য হওয়ার কিছু নেই। ঘটনাটি ঘটেছে আমেরিকায়। জানা গেছে, ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বাইরে একটি গাড়ি দেখতে পায় পুলিশ। কিন্তু গাড়ির ভিতরে কেউ ছিলেন না। তল্লাশিতে গাড়ির ভিতর থেকে বহু নেশার সামগ্রী মেলে। এরপরই পুলিশ ওই কবরস্থানে যায়।আচমকাই নজর আসে ৪৩ নম্বর কবরের দিকে। দেখা যায় ওই যুবক ও যুবতী কবরের উপর যৌনতায় মত্ত। ওই কবরস্থানে শেষবার কবর দেওয়া হয়েছিল সেই ১৯২৪ সালে। এখন সেই কবরস্থান হেরিটেজ তকমা পেয়েছে। সেখানেই এই কাণ্ড।
