আমুদরিয়া ডেস্কঃ রাস্তা থেকে নাবালিকাকে গাড়িতে তুলে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে বিহারে। পুলিশ জানিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর বিহারের সাহারসায় ঘওই অভিযোগ করেছে নাবালিকাটি। তাঁর অভিযোগ তাকে চলন্ত গাড়ি থামিয়ে টেনে তোলে চার জন। গাড়িতে তুলে বন্দুক দেখিয়ে যখন নিগ্রহ করা হয়। তার পরে গাড়ি থেকে নামিয়ে হুমকি দেওয়া হয়।
এর পরে নাবালিকাটি বাড়ির লোকজনকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গাড়িটি বাজেয়াপ্ত করেছে।