আমুদরিয়া নিউজ : আগেই ইঙ্গিত দিয়েছেন। এবার কানপুরে ভারতের সঙ্গে দ্বিতীয় টেস্টের আগে টেস্ট ও টি টোয়েন্টি খেলা থেকে অবসরের ঘোষণা করলেন বাংলাদেশের ক্রিকেট তারকা প্রাক্তন অধিনায়ক সাকিব উল হাসান।
তিনি জানান, ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঘরের মাঠে খেলার পরে আর টেস্ট খেলবেন না। সেই সঙ্গে নিজেকে আর টি টোয়েন্টিতে দেশের হয়ে দেখতে পাওয়া যাবে না বলেও জানিয়ে দেন তিনি।