আমুদরিয়া নিউজ : প্রায়ই জামাইবাবুর সঙ্গে ইয়ার্কি মারত শালি। আস্তে আস্তে সম্পর্ক গভীর হয় তাঁদের। তাঁরা একে অপরকে ছেড়ে আর থাকতে পারেন না। তিন বছর চলে তাঁদের প্রেম। এমন অবস্থায় শালি একদিন জামাইবাবুকে এক সঙ্গে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। পাশাপাশি শালি এও জানায়, না পালালে সে জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হবে। জামাইবাবু অগত্যা রাজি হন। তাঁরা বাড়ি থেকে পালিয়ে রাজস্থানের চুরুতে গিয়ে থাকতে শুরু করেন। পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেয়নি। পরিবারের হাত থেকে বাঁচতে তাঁরা পুলিশি সহায়তাও দাবি করেন। ২০১৬-তে পেশায় ইঞ্জিনিয়ার জামাইবাবু গৌতমের সঙ্গে বিয়ে হয়েছিল শালি মৌসমের দিদির। গৌতমের শ্বশুরবাড়িতে যাতায়াতের দরুণ সম্পর্ক গভীর হয় শালি জামাইবাবুর। এখন তাঁরা বড়সড় বিপদের আশঙ্কা প্রকাশ করে পুলিশের দ্বারস্থ হয়েছেন।
