আমুদরিয়া নিউজ : দলের নিয়ম না মানার কারণে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে চিকিৎসক নেতা শান্তনু সেন এবং ভাঙড়ের তৃণমূল নেতা আরবুল ইসলামকে৷ দল সূত্রে জানানো হয়েছে, দুজনের বিরুদ্ধে দলবিরোধী কাজ এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান।
আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার পরে একাধিকবার সমালোচনা করেছেন শান্তনুবাবু। সে সময়ই প্রাক্তন সাংসদ এবং চিকিৎসক নেতাকে দলের মুখপাত্রের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। আর ভাঙড় পঞ্চায়েত সমিতির সভাপতি পদে ছিলেন আরাবুল ইসলাম৷ তাঁর বিরুদ্ধেও নানা অভিযোগে বিরক্ত তৃণমূল।