আমুদরিয়া নিউজ : বাংলাদেশের বর্তমানে যা ঘটছে তাতে সেখানে শান্তি সেনা পাঠানোর জন্য কেন্দ্রকে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলার আর্জি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোমবার বিধানসভায় জানান, কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক, এমন প্রস্তাব দিচ্ছেন তিনি। তাঁর স্পষ্ট কথা, এ ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। তাঁরা কেন্দ্রের পরামর্শ মেনে চলবেন।
তবে বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তা সহ্য করা হবে না বলে মুক্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন। তাঁর কথায়, সে দেশে ভারতীয়রা আক্রান্ত হলে সেখান থেকে ফিরিয়ে আনা যেতে পারে। তিনি চান, ভারত সরকার এবং প্রধানমন্ত্রী এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করুন। তিনি কেন্দ্রের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, বিজেপির লোকজন বলছে সব আটকে দেবে অথব ওই দলের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অবস্থান স্পষ্ট করছে না। তাই মুখ্যমন্ত্রী জানান, তাঁরা ওয়াকফ নিয়ে যে প্রস্তাব পাঠাবেন কেন্দ্রের াকছে, তার সঙ্গে বাংলাদেশে শান্তি সেনা মোতায়েনের আর্জিও থাকবে।