আমুদরিয়া নিউজ : শুনশান রাস্তা। ফুটপাথ দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। এইরকম একটি সিসিটিভি ফুটেজ দেখে মনে হতেই পারে তরুণীর ভয় ডর বলে কি কিছু নেই ? তবে এরপর আরো কিছু বাকী ছিল। বাইকে করে যেতে যেতে তরুণীকে দেখে দাঁড়িয়ে পড়লেন দুই তরুণ। নেমে তরুণীর দিকে এগিয়ে আসতেই তরুণী ফায়ার। ঘুষি বাগিয়ে একেবারে তেড়ে এলেন তরুণী। তাকে দেখে বাইক নিয়ে প্রাণপণ ছুটলেন তারা। তরুণীর এই সাহসিকতায় নেটিজেনরা তারিফ না করে পারেন না। ভিডিওর ক্যাপশন, তিনি কেবল ভগবানকে ভয় করেন।
