আমুদরিয়া নিউজ : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ভার্চুয়াল সভায় সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে গণহত্যাকারী বলে অভিযোগ করলেন। রবিবার লণ্ডনে ভার্চুয়াল সভায় শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আজ বাংলাদেশে যে লুটতরাজ চলছে, অন্ধকার নেমে এসেছে সে জন্য দায়ী মহম্মদ ইউনুস। একদিন ফ্যাসিবাদী এবং গণহত্যাকারী ইউনুসের বিচার হবে। এই অন্ধকার কেটে নতুন সূর্যোদয় দেখবে বাংলাদেশ। বিজয়ের মাসে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণ করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। হাসিনার বক্তৃতার মাঝেই স্লোগান ওঠে জয় বাংলা বলে। সেখানে অনেকে ইউনুসের ফাঁসির দাবিতে সরব হন।
রবিবার লন্ডনের এক মঞ্চে ওই সমাবেশের আয়োজন করেছিল আওয়ামি লিগ। ভার্চুয়াল বক্তৃতায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা দাবি করেন, বাংলাদেশকে গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশ করে তুলেছিল আওয়ামি লিগ। তিনি বলেন, আমার দোষ, আমি আমজনতার উন্নয়নের জন্য কাজ করেছি। একদিন গণহত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিবাদী ইউনুসের বিচার হবেই। এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উঠবে বাংলাদেশে। তিনি এটাও ফের জানান, বাংলাদেশে বেশি মানুষের মৃত্যু চাননি বলেই তিনি ক্ষমতা ছেড়ে দেন।