আমুদরিয়া নিউজ : সম্প্রতি ইংল্যান্ডে একটি ফ্ল্যাট কেনা নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়ে সে দেশের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনার বোন রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তার পরে আসরে নেমেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনেকেই। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিদেশে বাংলাদেশের যত টাকা গিয়েছে সব ফেরৎ আনা হবে। কিন্তু, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের টিউলিপকে লেখা চিঠি প্রকাশ্যে আসতেই বাংলাদেশের অনেকে অস্বস্তিতে পড়েছেন। সেই চিঠিতে ইস্তফা গ্রহণের কথা লিখেও ব্রিটিশ প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সে দেশের তদন্তে দেখা গিয়েছে টিউলিপ কোনও দুর্নীতিতে যুক্ত নন। এবং প্রধানমন্ত্রী এটাও লিখে দিয়েছেন, টিউলিপের জন্য মন্ত্রিসভার দরজা খোলাই থাকবে।
