আমুদরিয়া ডেস্কঃ প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবাকে জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল। শুক্রবার ভোটের মাধ্যমে নতুন নেতা নির্বাচিত করেছেন এলডিপির সদস্যরা। আগামী ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে। জাপানের পার্লামেন্টে এলডিপি সংখ্যাগরিষ্ঠ বলে তাদের দলের নতুন নেতাই হবেন সে দেশের প্রধানমন্ত্রী।
