আমুদরিয়া নিউজঃ মেঘের গুরু গুরু ডাক সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি। সন্ধ্যার থেকেই আকাশের মুখ ছিল ভার। মেঘের গর্জন ছিল বুক কাপার মতো। সন্ধ্যা নামতেই মন্ডপে মন্ডপে ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্রমশ আকাশ খারাপ হতে শুরু করে। মেঘের গর্জনের সঙ্গে শুরু হয় বৃষ্টি। সমস্যায় পড়ে ঠাকুর দেখতে বের হওয়া দর্শনার্থীরা।
মধ্যরাত হতে চলেছে বৃষ্টি এখনও চলছে। দর্শনার্থীরা ঠাই নিয়েছে রাস্তার পাশে বিভিন্ন শেডের নীচে। কার্যত ষষ্ঠীর রাতে পুজো দেখাতে ব্যাঘাত ঘটানো বৃষ্টি। আপাতত বৃষ্টি কমার অপেক্ষায় পুজো প্রেমী দর্শনার্থীরা।