আমুদরিয়া নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাইফোঁটা নিলেন শোভন চট্টোপাধ্যায়। এদিন দুপুরে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তার সঙ্গী ছিলেন বৈশাখী। অন্যান্য বারের মতো এবছরও ভাইফোঁটা নিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন। এদিন সেখান থেকে বেরোনোর সময় সাংবাদিকরা রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান। তিনি সাংবাদিকদের বলেন, আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার।
