আমুদরিয়া নিউজ : দীপাবলির আগে ঘর সাফাইয়ের কাজ চলছিল। এমন সময়ই পাওয়া গেল ৫০০, ১০০০ টাকার পুরোনো কিছু নোট। স্বামীর নজর এড়িয়ে সরিয়ে রাখা ওই নোট গুলি দেখে হতবাক মহিলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ইনস্টাগ্রামে দীপ্তি বাগা নামে একটি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তা থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে, স্বামীর নজর এড়িয়ে সরিয়ে রাখা ৫০০, ১০০০ এর একাধিক নোট মিলেছে। সরিয়ে রাখার আট বছর পর দীপাবলিতে ঘর সাফাই করতে গিয়ে পাওয়া গেল নোটগুলি। যদিও নোটগুলি দেখে হতবাক ওই মহিলা। এখন আর সচল নয় ওই ৫০০, ১০০০ এর নোট।
২০১৬ সালের ৮ নভেম্বর রাতারাতি পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করা হয়। এরপর নির্দিষ্ট সময়ের পর তা অচল হয়ে যায়। ফলে ওই নোট গুলি পাওয়ার পর খুশি না হয়ে নিজের বোকামির জন্য নিশ্চয় আফসোস করছেন ওই মহিলা।