আমুদরিয়া নিউজ : আমস্টারডামের বিশ্ববিখ্যাত ভ্যান গগ জাদুঘর থেকে রহস্যজনকভাবে চুরি হয়েছে দুটি অমূল্য পেইন্টিং। গত রাতের দুঃসাহসী চোরাকারবারিরা ‘দ্য পার্সোনেজ গার্ডেন অ্যাট নিউনেন’ এবং ভ্যান গগের একটি বিরল স্ব-প্রতিকৃতি স্কেচ চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মধ্যরাতে, যখন জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে চোররা কাজ হাসিল করে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে এবং ১০০,০০০ ইউরো পুরস্কার ঘোষণা করেছে তথ্যের জন্য। বিশেষজ্ঞদের ধারণা, শিল্পকলা চোরাচালানকারীদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক এই চুরির পেছনে থাকতে পারে। এই ঘটনায় নেদারল্যান্ডসের সাংস্কৃতিক সম্পদ রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে। ভ্যান গগের এই চিত্রকর্ম দুটির বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ মিলিয়ন ইউরো বলে ধারণা করা হয়।
