আমুদরিয়া নিউজ ডেস্ক : আবার নির্বিচারে নিরীহ জনতার উপরে গুলি চলল আমেরিকায়। শনিবার রাত ১১টার পরে বার্মিহামের ফাইভ পয়েন্টের ঘটনা। সেখানে আলাবামা রাজ্যে একদল আততায়ী গুলি চালালে অন্তত চারজন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে. শনিবারের ঘটনা।
পুলিশ জানিয়েছে, একাধিক বন্দুকধারী একদল লোকের উপর একাধিক গুলি চালিয়েছে। অফিসাররা দুই প্রাপ্তবয়স্ক পুরুষ এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে খুঁজে পেয়েছেন যারা ফুটপাতে বন্দুকের গুলির আঘাতে মারা গিয়েছেন। ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়।
তিনি আরও বলেন, স্থানীয় হাসপাতালে চতুর্থ একজন মারা যান। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন জানিয়েছে, চলতি বছরে আমেরিকায় নানা এলাকায় এণন আততায়ীজের গুলিতে কমপক্ষে ১২ হাজার ৪১৬ জন নিহত হয়েছেন।