আমুদরিয়া নিউজ : চারজন মিলে মদের আসরে বসেছিলেন। মদের আসরে গোলমালের জেরে একজন গুলি চালিয়ে এক বন্ধুকে খুন করেছে। গুলিতে জখম আরও একজন। মঙ্গলবার মালদহের বৈষ্ণবনগরের রাধানাথটোলার ঘটনা। ওই ঘটনায় আহতকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মদের আসর থেকে ফেরার ২ জনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।