সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম , ১৫ নভেম্বর: কুমারগ্রামে পেট্রোল পাম্প লাগোয়া একটি দোকান ও বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেলো শুক্রবার রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে বাড়ি ও দোকানের মালিক সুদীপ সাহা বাড়ীর সামনের অংশে রাস্তার পাশে ফাস্ট ফুডের দোকান সহ একটি স্টেশনারি দোকান চালাতেন। শুক্রবার সন্ধ্যা পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় স্থানীয়দের মধ্যে আতংকের সৃষ্টি হয় জায়গাটি পেট্রোল পাম্প লাগোয়া বলে। খবর দেওয়া হয় বারোবিশা দমকল কেন্দ্রে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা এতটাই বেশী ছিলো যে দীর্ঘ তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। আগুনের সঠিক কারন জানা যায়নি।
দমকল কর্মীদের অনুমান বৈদ্যুতিন শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। অপরদিকে স্থানীয়দের ধারনা ফাস্ট ফুডের দোকানে গ্যাস লিক করে আগুন লাগতে পারে। আগুন নেভাতে গিয়ে বাড়ির এক সদস্য সুমিত সাহা আহত হয়েছেন । তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অসমর্থিত সূত্রে জানা গেছে আগুনে ক্ষতির পরিমান আনুমানিক দশ লক্ষাধিক টাকা। দমকল কর্মী ও কুমারগ্রাম থানার পুলিশ আগুন লাগার সঠিক কারন কি তা জানতে তদন্ত শুরু করেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে লাগোয়া একটি বাড়ি।