আমুদরিয়া নিউজ : ইনি তো শান্তির দূত। এনাকে চেনেন ? চিন্তার উপশম করেন ইনি। ইনি হলেন একটি পোষা বাঁদর। খুবই বড় হৃদয় তার। মালিক চিন্তায় ছিলেন। টেনশনে মাথায় হাত দিয়ে বসেছিলেন। হঠাতই তার পোষ্য বাঁদরটি তার পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। তারপর তাকে হাত দিয়ে নিজের কোলে মাথা রাখতে বলে। মালিকও নিশ্চিন্তে কোলে মাথা রাখেন। তারপর তার ঘাড়ে হাত বুলিয়ে দিতে থাকে পোষ্যটি। ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, টেনশন কমানোর এই প্রাকৃতিক দাওয়াই তাদেরও চাই।
