আমুদরিয়া নিউজ : বাংলাভাষীদের জন্য সুখবর। পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের সিনেমা পুতুল-এর ইতি মা গানটি জায়গা পেয়েছে অস্কারের আবহসঙ্গীতের তালিকায়। যে গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। ২০২৫ সালের মার্চে অনুষ্ঠিত হবে অস্কার। আর তার আগেই চলছে ঝাড়াই-বাছাই।
সারা বিশ্ব থেকে ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে। আর সেখানেই রয়েছে জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর একটি গান। আর সেই অর্থে এই প্রথম কোনও বাঙালি গায়িকা অস্কারের দৌড়ে সামিল হলেন।