আমুদরিয়া নিউজ : সিকিম ও দার্জিলিঙের সংযুক্তি নিয়ে কোনও ফোরামে কোনও আলোচনা করাই উচিত নয় বলে ফের জানিয়ে দিলেন সিকিমের বিজেপির রাজ্য সভাপতি ডি আর থাপা। সম্প্রতি তিনি সংবাদ মাধ্যমে এ কথা জানান। ডি আর থাপা যা বলেছেন, তার মানে দাঁড়ায় এরকম, এই ধরনের ভিত্তিহীন, অযৌক্তিক বিষয় নিয়ে আলোচনার কোনও জায়গাই নেই। তিনি মনে করেন, কোনও ফোরোমে এটা নিয়ে কথা বলাই উচিত নয়। এই ধরনের চিন্তাভাবনা অযৌক্তিক ও হাস্যকর বলেও তিনি মন্তব্য করেন।
