(১) শিলিগুড়ি রবীন্দ্র সঙ্ঘ
শিলিগুড়ি রবীন্দ্র সঙ্ঘের দুর্গাপূজার এইবছর ৭২ তম বর্ষ। এবারের থিম রাজস্থান তার রাজঘরানা। নানা বিশাল প্রসাদের জন্য জনপ্রিয়। এই রাজস্থানী প্রাসাদের আদলে এবারের রবীন্দ্র সংঘের মণ্ডপসজ্জা।
(২) শিলিগুড়ি সঙ্ঘশ্রী
কাজী নজরুল ইসলামের লেখা সেই বিখ্যাত কবিতার লাইন ধরে নারী স্বাধীনতা ও সুরক্ষার বার্তা : থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এবারের ৫৮ তম বর্ষে সঙ্ঘশ্রী ক্লাবের থিম।
(৩) শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাব
শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজোর এবারের আকর্ষণ ডাকবাংলো। দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো প্রতিবছরই দর্শককে টানে। মেলা তো হবেই।
(৪)শিলিগুড়ি সুব্রত সঙ্ঘ
শিলিগুড়ি সুব্রত সঙ্ঘের এবারের থিম দৃষ্টিকোণ। সুব্রত সঙ্ঘের দূর্গাপুজো প্যান্ডেল শিলিগুড়ির প্রথম সারির পুজোর মধ্যে একটি।
(৫) শিলিগুড়ি সেন্ট্রাল কলোনি
পুজোয় -এ শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির পুজো প্রায় সকলের হপিং তালিকা থাকে। ই এবারের থিম হল যক্ষপুরী।
(৬) রথখোলা স্পোর্টিং ক্লাব
রথখোলা স্পোর্টিং ক্লাবের পুজো মানেই নতুনত্ব। এবার মণ্ডপের থিম, সুবর্ণভুমি।